নুরুল আমিন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ): দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস।
বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী মামুন ব্যাপারী, উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা একাব্বর আলী, উপজেলা সমবায় কর্মকর্তা নুর কুতুবুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার শিলখুড়ী ইউনিয়নের যুব সংগঠনের সভানেত্রী সীমা আক্তার, সফল উদ্যোক্তা মনসুর আলী, ইয়ুথ প্লাটফর্ম ভূরুঙ্গামারীর আরিফুল ইসলাম।
এ সময় যুব উন্নয়ন কর্তৃক তিনটি ব্যাচের ৯০ জন প্রশিক্ষার্থীকে ৬শ করে টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়।
এছাড়াও ৮ জন উদ্যোক্তাকে ৩ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয় এবং দুইজন সফল উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউট এর সহকারী কমিশনার খোরশেদ আলম।