
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : যেদিন কর্মী আমাকে নিয়ন্ত্রণ করবে ঐদিন থেকে হয়তো কর্মী থাকবে, নয়তো আমি থাকবো” – বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া -৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল । তিনি বলেন- সামাজিক নিরাপত্তা ও মাদকমুক্ত নিশ্চিত করবো, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের বিকল্প নাই।শেখ হাসিনা বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলে অনেক উন্নয়ন হবে,দেশের চিত্র পাল্টে যাবে।
বৃহস্পতিবার(২১ ডিসেম্বর) সকাল ১০ থেকে নবীনগর উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের উরখুলিয়া, সেমন্তঘর, মেরকুটা, বিদ্যাকূট এবং নাটঘর ইউনিয়নের চরিলাম, নাটঘর, কুড়িঘর, রসূলপুরে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আগামি ৭ জানুয়ারি ভোট উৎসবে সাধারণ ভোটারদের কেন্দ্রে আনতে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।তিনি বলেন,আমার এলাকায় কোন অন্যায় কাজ ও অপরাধ কর্মকান্ডের স্থান হবে না। আমি জয়ী হতে পারলে সরকারে সহযোগিতায় নবীনগরকে একটি স্মার্ট উপজেলায় রুপান্তর করার চেষ্টা করব, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। আমার এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করব।
পথসভা ও গনসংযোগের সময় আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীর সমর্থনের নবীনগর উপজেলার প্রতিটি ইউনিটের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












