মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ভোটার হতে ছ‌বি তুলতে রাজি নন পর্দানশীন নারীরা, মানববন্ধনে যা বললেন

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর: এনআইডিসহ যাবতীয় পরিচয়পত্রে মুখের ছবি মেলানোর মত সেকেলে পদ্ধতি বাতিল করে ফিঙ্গারপ্রিন্টের যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করাসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে ‘পর্দানশীন নারী সমাজের ব্যানারে একটি সংগঠন।
দিনাজপুরে ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন পর্দানশীন নারীরা। ছবি: সময় সংবাদ
গোলাম নবী দুলাল
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে পর্দানশীন নারীরা স্থানীয় নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক শাহনাজ পারভীন বলেন, ‘বাংলাদেশের সাংবিধানিক রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। বাংলাদেশে শতকরা ৯৮% মানুষ হচ্ছে মুসলমান। তারপরও এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দানশীন নারীদের প্রতিনিয়ত নিপীড়ন ও বৈষম্যের শিকার হতে হচ্ছে। পরিপূর্ণ পর্দা করার কারণে সরকারি-বেসরকারি প্রতি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছেন পর্দানশীন নারীরা।
তিনি বলেন, ‘পর্দানশীন নারীদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে, অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে। অসংখ্য পর্দানশীন নারী এখনও জাতীয় পরিচয়পত্র পাননি। এ সমস্ত পর্দানশীন নারীর বাবা-মা বাংলাদেশি এবং তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন। তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশের নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছেন।’
লিখিত বক্তব্যে শাহনাজ পারভীন আরও বলেন, ‘আমরা আশা করি জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনতিবিলম্বে আমাদের দাবিসমূহ পূরণ করবেন। অন্যথায় দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান ও পর্দানশীন নারীরা বৃহৎ পরিসরে আন্দোলনে নামবে ইনশাল্লাহ।’
৩ দফা দাবির মধ্যে রয়েছে- ১. বিগত ১৬ বছর ধরে যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা। ২. পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। সব ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা। ৩. পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ায় সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখা।
দিনাজপুর জেলার পর্দানশীন নারী সমাজের আহবায়ক শাহনাজ পারভীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন: পর্দানশীল নারী সমাজের নেত্রী সালসাবিল, সানজিদা খানম, শাওন, আরিমা, ওয়াকারুন নেছা, সায়মা খানম, সিনথিয়া, শোভা, সাউদিয়া, শেলভি, সীমা আখতার, সুমাইয়া শারমীন, ইশরাত জাহান নিসা, আহমেদ জুথিকা প্রমুখ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ