বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ভোটের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বিএনপি: এটিএম আব্দুল বারী ড্যানী

নেত্রকোনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ—এ মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।
শুক্রবার বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা দাবিনির্ভর লিফলেট বিতরণ কার্যক্রম চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, “এই দেশের মানুষ আজ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির চলমান আন্দোলনের মূল লক্ষ্য। বিএনপি ঘরে ঘরে গিয়ে মানুষের মাঝে ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরছে।”
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের এই বিএনপি নেতা আরও বলেন, “বিএনপি জনগণের দল। এই অবৈধ সরকারকে বিদায় দিয়ে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা রাজপথে আছি, থাকব।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদ আহমেদ আনসারী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, জেলা উলামাদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদ তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক রঞ্জু, উপজেলা উলামাদলের সভাপতি মাহবুবুর রহমান কাজল ও সম্পাদক হাফেজ মো. ফয়জুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুরুল ইসলাম শেখ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান খান চন্দন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্যসচিব তানভীর হাসান মুন্না প্রমুখ।
কর্মসূচি শেষে বিএনপি নেতারা দলের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ