ভোলা প্রতিনিধি: ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে দৌলতখান থানাধীন চরপাতা ইউনিয়ন হইতে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
গতকাল বিকালে এসআই (নিঃ)/মানিক লাল হালদার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া, দৌলতখান থানাধীন চরপাতা ইউনিয়নের চরপাতা সাকিনস্থ ০৯নং ওয়ার্ডের জনৈক আলাউদ্দিন হুজুরের বাড়ীর দক্ষিন পাশে দৌলতখান টু বাংলাবাজার যাওয়ার পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ মেহেদী হাসান ওরফে বাপ্পি (২৭), সাং- চরখলিফা ০৮নং ওয়ার্ড, চরখলিফা ইউপি, থানা- দৌলতখান, জেলা-ভোলাকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।