মো. রাকিব হোসেন, ভোলা সংবাদদাতা: ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্ব ইলশা ইউনিয়ন হইতে ৫(পাঁচ) কেজি গাঁজাসহ ১ (এক) মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এসআই মো. গোলাম আযম সঙ্গীয় এএসআই মো. রিপন খান ও সঙ্গীয় ফোর্সসহ ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ডে লক্ষীপুর যাওয়ার ইলিশা লঞ্চ ঘাটে পল্টনের উপর থেকে মো. ফারুক হোসেন(৩৫), সাং- মধ্য নাহেরপুর, হোল্ডিং- উকিল বাড়ি, ডাকঘর- মহাজন হাট, ৪৩৪৬, থানা-মিরসরাই, জেলা-চট্টগ্রামকে ৫ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।