ভোলা প্রতিনিধি: জেলায় আজ বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। দুপুর ১২ টায় বাংলা স্কুল মোড়ের জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে শান্তি সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন দুর্বার গতিতে উন্নয়নের দিকে এগিয়ে চলছে, তখনই বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্যের অপরাজনীতিতে মেতে উঠার অপচেষ্টা করছে। তারা আন্দোলনের নামে সাধারণ মানুষের জান মালের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। তাই বিএনপির সকল অপরাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান তারা।