মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মধ্যরাতে ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ চট্রগ্রাম জেলা প্রশাসকের

অলিউল্লাহ খান, স্টাফ রিপোর্টার: সারাদেশের মতো চট্টগ্রাম ও শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে সাধারণ মানুষ।উপদেষ্টার উপহার শীত বস্ত্র ও কম্বল বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া ও সিদ্ধার্থ ভাসমান মানুষদের জীবন হয়ে উঠেছে অসহ্য কষ্টের প্রতিচ্ছবি। তাদের কেউ দিনভর কাজ করেও রাতের তীব্র শীতে কম্বলের উষ্ণতা থেকে বঞ্চিত, কেউ আবার শিশুকে শীতল মাটির উপর জড়িয়ে ধরে রাত কাটানোর চেষ্টা করছেন। এই দুর্দশার মাঝে চট্রগ্রাম জেলা প্রশাসনের এক ব্যতিক্রমী উদ্যোগ যেন শীতার্ত মানুষের জীবনে উষ্ণতার পরশ বুলিয়ে দিয়েছে।

রোববার মধ্যরাতে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে শীতার্ত ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম।

নিজ উদ্যোগে শহরের নিম্ন আয়ের মানুষের রাস্তায় ও শীতার্ত ভাসমান মানুষের পাশে গিয়ে কম্বল বিতরণ করেছেন তিনি।

রোববার রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত শহরের ডিসিহিল মোড় থেকে শুরু করে পুরাতন রেলস্টেশন, সিআরবি ও চকবাজার, জামালখান মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে তিনি শীতবস্ত্র তুলে দেন।

জেলা প্রশাসনের এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুঁড়িয়েছে। সাধারণ মানুষের কাছে এই ভিন্নধর্মী কার্যক্রম ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

জেলা প্রশাসক ফরিদা খানম গণমাধ্যমকে জানান, আপনারা জানেন যে সারাদেশেই শৈত্যপ্রবাহ চলছে। সরকারের পক্ষ থেকে আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে। আমরা ইতোমধ্যে দুই হাজার শীতবস্ত্র বিতরণ করছি। তারই অংশ হিসেব আমরা শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্তদের পাশে এসে দাঁড়িয়েছি।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আল আমিন হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ