
এস এম হোসেন আলী, ময়মনসিংহ: ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, আওয়ামীলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সকলেই একাধিক মামলার আসামি।
বৃহস্পতিবার বিকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম (৫২),মহানগর কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন মুক্তা (৪৮) এবং নগরীর ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান (২০) এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু। বুধবার দিবাগত রাত এবং বৃহস্পতিবার দুপুরে নগরীর শেষমোড়, টাউন হল, খাগডহর এলাকায় কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ওসি মোঃ সফিকুল ইসলাম খান বলেন, যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই সন্ত্রাস বিরোধী আইনসহ ভাঙচুর ও বিভিন্ন মামলার আসামি। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গ্রেপ্তার হওয়া নেতারা বিগত ৫ আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সশস্ত্র মিছিলে সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে।












