নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের এসপি মাছুম আহাম্মেদ ভুঞা,একজন সৎ, কর্মঠ, নিরহংকারী, দক্ষ ও মানবিক পুলিশ অফিসার হিসেবে ইতোমধ্যে যিনি ময়মনসিংহের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন জেলার পুলিশ সুপার মাছুম আহমদ ভূঞা।
দেশের আলোচিত জনপথ ময়মনসিংহের জেলা পুলিশ সুপার এসপি মাছুম আহাম্মেদ ভুঞা। ময়মনসিংহে যোগদান করেছেন ২০২২ সালের ২৭ আগস্ট। একের পর এক ধারাবহিক সফলতার বৌদলতে মাত্র এক বছরেই বাজিমাত করেছেন আকাশসম জনপ্রিয়তা। কর্মগুনো আলো ছড়ানো জেলা পুলিশের এ সর্বোচ্চ অভিবাবক দলমত ধর্শ বর্ণ পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শতভাগ সৎ কর্ম অন্তপ্রাণ, অক্লান্ত পরিশ্রমী ও দুঃসাহষিক খ্যাত এই পুলিশ কর্মকর্তা এ যাবৎকালের সর্বাধিক জনপ্রিয় পুলিশ সুপার হিসেবেও সর্বজন স্বীকৃত তিনি।