শনিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আব্দুল হালিম সেখ: সিরাজগঞ্জে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র ঘনিষ্ঠ সহচর, সিরাজগঞ্জ-০২ সদর আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় মালশাপাড়া পৌর কবরস্থান প্রাঙনে মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে মরহুমের কবর জিয়ারত,কোরআন খানি ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা সভাপতিত্ব করেন মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুমের জ্যেষ্ঠপুত্র মির্জা মোস্তফা জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম মির্জা মোরাদুজ্জামান এর কর্ম ও জীবনের উপরে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, ডাঃ আব্দুল লতিফ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট মোকাদ্দেস আলী,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা বিএনপি উপদেষ্টা নিয়ামত আলী সাজু, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দীন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না,সিরাজগন্জ সরকারি কলেজের সাবেক জিএস ডলার, জেলা জাসদের আহবায়ক নব কুমার, জেলা বিএনপি নির্বাহী সদস্য আক্কাস তালুকদার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ নাজমুল ইসলাম, জেলা ছাএ দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব রহমতুল্লাহ রাফি, প্রমুখ, আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ পৌর মালসাপাড়া কবরস্থান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের হোসেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *