শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

২১ শে ফেব্রুয়ারী ২০২৫ ইং মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টি (বিডিজেপি)এর উদ্যেগে পার্টির ৯৩ কারওয়ান বাজারস্থ অস্থায়ী প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি জনাব মো. নূর হাকিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির প্রধান প্রতিনিধি অ্যাডভোকেট ইকবাল কবির এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর সিটি এর সংগঠক মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মো আমিনুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ নাহিদ, মাহফিল উল মনজিল(সফল), মারুফ আহমেদ(আদিত) ও ওয়াহেদুল শেখ প্রমুখ। সভায় সভাপতি জনাব নূর হাকিম বলেন ভাষা আন্দোলন ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা। তিনি বলেন বাংলা ভাষার গৌরর বিশ্বের সকল ভাষা-ভাষীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে আর কোন জাতি বিশ্বে আছে বলে আমার জানা নাই ! প্রধান অতিথি অ্যাডভোকেট ইকবাল কবির বলেন বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনার মধ্য দিয়ে পরবর্তীতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র অর্জন; অথচ স্বাধীনতার ৫৪ বৎসর পরও আমাদের মাতৃভাষা সর্বস্তরে বাস্তবায়ন হয় নাই। দেশ জনতা পার্টি অবিলম্বে সর্বস্তরে মাতৃভাষা বাংলা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছে। আমরা ১৯৫২ এর ভাষা আন্দোলন ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শহীদ, ১৯৯০ এর গণঅভ্যুথন ১৯৯৬ এর গণআন্দোলন এবং ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুথানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। অত:পর সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন এবং শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ