আল আমিন আহমেদ ঈশান: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবাধে চলছে ব্যটারিচালিত থ্রি-হুইলার। এসব অটোচালকরা বেপরোয়া গতিতে মেতে উঠে দৌড় প্রতিযোগীতায়। ফলে যথাতথা সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
এছাড়াও ক্রমাগত বাড়ছে সড়ক দূর্ঘটনা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মহাসড়কের থ্রি-হুইলারকে আখ্যায়িত করেছে প্রথম শ্রেণির একাধিক গণমাধ্যম।
সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশে এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এ অবস্থায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয়পক্ষের আইনজীবীরা। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
তবে এ স্থিতাবস্থা আদেশের ফায়দা লুটছেন স্থানীয় অটোরিকশা চালকেরা। সড়ক-মহাসড়কে পাল্লা দিয়ে চলছে তাদের রাজত্ব।
এসব ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন পথচারীরা।