শুক্রবার, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডি: চিকিৎসাধীন আরও তিনজন বাড়ি ফিরল

যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আরও তিনজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে আটজন।

হাসপাতাল থেকে বাসায় ফেরা তিনজন হলো, তাসনুবা (১১), জাকির (৫৫) ও শ্রেয়া (৯)।

গত তিন দিনে বার্ন ইনস্টিটিউটে নতুন করে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩২ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিল। এদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ দুপুরে তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা পরবর্তীতে চিকিৎসার জন্য আবার আসবে।

শাওন বিন রহমান জানান, বুধবার পর্যন্ত দুজন আইসিইউতে ছিল। তাদের মধ্যে একজনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া, নাভিদ নেওয়াজ নামে এক শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন আছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ২৯ জন ভর্তি আছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *