
আবিদ হাসান, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে মাদকসেবন করতে নিষেধ করায় জিন্নত মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে বাবুল মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত জিন্নত মিয়া উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি এলাকার বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত বাবুল বাঘুলি গ্রামের জিন্নত আলীর প্রতিবেশী। বাবা-মায়ের অবাধ্য বাবুলকে মাদক ছাড়ায় কথা বলেন প্রতিবেশি জিন্নত আলী। বার বার বুঝিয়েও কাজ না হওয়ায় সামাজিকভাবে সবাই মিলে বাবুলকে শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে ধারালো ছুরি নিয়ে জিন্নতকে আঘাত করে বাবুল পালিয়ে যান। স্থানীয়রা আহত জিন্নতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ মুহাম্মদ আবু হানিফ বলেন, জিন্নত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। অভিযুক্ত যুবক বাবুলকে ধরার চেষ্টা চলছে।