
রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি হতে ১৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার বিকেলে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুর রশিদের নেতৃত্বে অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ভাদুরি গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আমিনুল ইসলাম সরদার (৪৩)।সে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ার চর এলাকার মৃত আইজউদ্দিন সরদারের ছেলে।
শুক্রবার রাতে মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)ভাস্কর সাহা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪২ হাজার টাকা। গ্রেফতারকৃত আমিনুলের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।