আজাদ হোসেন, কালকিনি: মাদারীপুরে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সে কর্মরত শিক্ষকরা এমপিওভুক্তির দাবি ও ঢাকায় আন্দোলনরত অবস্থায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে।
বুধবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন মাদারীপুর জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে শিক্ষকরা দাবি করেন, এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায় একই প্রক্রিয়ায় তারাও বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স পাঠদানের জন্য নিয়োগ পেয়েছেন। কিন্তু দীর্ঘ ৩২ বছর অতিবাহিত হলেও তারা এমপিওভুক্ত হতে না পারে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা সরকারের নিকট অনতিবিলম্বে ৪৯৫টি প্রতিষ্ঠানে ৩ হাজার ৫শ’ জন অনার্স-মাস্টার্স কোর্সে পাঠদানরত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানান।
এসময় বক্তরা গত ১৫ অক্টোবর ঢাকায় আন্দোলনরত অবস্থায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের উপর পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন মাদারীপুর জেলা শাখার সভাপতি নাজমুননাহার, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক মিজানুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সে কর্মরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।