বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদারীপুরে গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে দোয়া ও সভা অনুষ্ঠিত

রকিবুজ্জামান, মাদারীপুর: জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাদারীপুরে আহত ও নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালের দিকে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় নিহত সকল শহীদদের পরিবারের সদস্যরা এবং গণ-অভ্যুত্থানে আহতরা অংশগ্রহণ করেন।

এ সময় স্মরণসভায় নানা তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে আন্দোলনে নিহতদের ভূমিকা তুলে ধরা হয়। এছাড়া আহতরা সে সময়ের নির্বিচারে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া সকল ধরনের নির্যাতনের স্মৃতি শেয়ার করেন।

পরে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, আন্দোলনে অংশগ্রহণকারী আহত ও নিহত সকল শহীদদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়নের কথা জানানো হয়।শহিদ দীপ্তের নামে শকুনি লেকের নামকরণের দাবি জানান তারা।

অনুষ্ঠানে, আন্দোলনে নিহত শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন একটি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখেছে বাংলাদেশ। আগামীতে সব ধরনের মানুষের বৈষম্যহীন সমান অধিকার নিশ্চিত করতে জুলাইয়ের গণঅভ্যুত্থান ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে।’

এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান, সদর উপজেলা নির্বাহী ওয়াহিদা সাবাব সিভিল সার্জন ডাক্তার মোঃ মুনির আহম্মেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক জাহানদার আলী জাহান,জেলা সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান, জেলা সমন্বয়কারাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

পরে শহীদদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এরপর আহত ১৫১জন ও নিহত ১৯ জন পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন জেলা প্রশাসক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ