বুধবার, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড় রেমাল

মাদারীপুরে জনজীবন বিপর্যস্ত, গৃহবন্দী মানুষ

রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে রোববার রাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র দমকা হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছে। এখানে রাত বাড়ার সাথে সাথে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। এদিকে রোববার রাত থেকেই উপজেলায় বিদ্যুৎসংযোগও বন্ধ রয়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছে জনগণ।

এদিকে ঝড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি পড়ায় সাধারণ খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। সোমবার দুপুর ১২ টার পরে ঝড়ের তীব্রতা বাড়তে শুরু করে। এ সময় কালকিনি উপজেলার বেশ কিছু স্থান হতে গাছপালা,ফসলের ক্ষেত সহ কিছু বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। ঝড় থেমে গেল বোঝা যাবে ঘূর্ণিঝড় রেমাল কতটুকু ধ্বংস চালিয়েছে। সবমিলিয়ে তীব্র দমকা হাওয়া ও বৃষ্টিপাতের ফলে লোকজন এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় প্রশাসনের পক্ষ হতে উপজেলা জুড়ে ২০ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় রেমাল এর কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় তাৎক্ষণিক সহযোগিতার জন্য প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিসের টিম প্রস্তুত রাখা হয়েছে। ঝড় পরবর্তী ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রশাসনের পক্ষ হতে সহায়তা প্রদান করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ