রকিবুজ্জামান, মাদারীপুর : আগে বর্ষা আসলেই গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা বিভিন্ন গ্রাম-গঞ্জে দেখা যেত। বর্ষার সময় প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় ছোট-বড় বিভিন্ন ভাবে আয়োজন করা হতো এ খেলার।
শিশু, কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ দুই দলে বিভক্ত হয়ে হাডুডু খেলায় অংশ নিত। কালের বিবর্তনে মাদারীপুরের কালকিনিতে এখন হারিয়ে যেতে বসেছে দেশের ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডু।
মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা, অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে বিরত রাখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সুধীসমাজ।
আগে মাদারীপুরের কালকিনি উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে এ খেলার আয়োজন করা হতো। এর ধারাবাহিকতা ফিরিয়ে আনতে চান অনেক ক্রীড়াপ্রেমী।
জানা যায়,পূর্বে এ খেলার আয়োজন করতো স্থানীয়রা। বিভিন্ন স্থানে বিবাহিত ও অবিবাহিত দুই দলে বিভক্ত হয়েও চলতো এ খেলা। এতে বিপুল দর্শক সমাগম হতো। খুব আনন্দ উল্লাস করে খেলা দেখার জন্য ভীড় জমতো মাঠের চারিদিকে।
কালকিনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অপূর্ব বল বলেন, হাডুডু খেলা একটি প্রাচীন ঐতিহ্যবাহী খেলা। এ খেলা এখন প্রায় বিলুপ্তির পথে। তাছাড়া হা-ডুডু আমাদের জাতীয় একটি খেলা।এ খেলা দেখতে খুব ভালো লাগে। যুব সমাজকে মাদক হতে দূরে রাখতে আবারো এলাকায় খেলাটির প্রচলন চালু হলে ভাল হতো।
কালকিনি আবুল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে ও অতিরিক্ত মোবাইলে আসক্ত থেকে বিরত রাখতে এবং আনন্দ বিনোদনের জন্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করতে হবে।
সমাজ থেকে হারিয়ে যেতে বসা জাতীয় এ খেলাটি আবারো ফিরিয়ে আনতে বর্ষার সময়ে গ্রামে গ্রামে হাডুডু খেলার আয়োজন করতে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে এগিয়ে আসার আহবান সচেতন মহলের।