শনিবার, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে আ.লীগের দুই নেতা আটক

মো.হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, মারধোর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগে উপজেলার বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের নেতা ডাঃ হরিশ চন্দ্র দেব (৬০) ও চৌমুহনী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে কাশিমনগর ফাঁড়ি ইনর্চাজ ইন্সপেক্টর গোলাম মোস্তফা চেঙ্গার বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মজিদকে গ্রেফতার করে। সে রামপুর গ্রামের মৃত মনা মিয়ার ছেলে।

অপর দিকে একই সময়ে মনতলা তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইন্সপেক্টর গোলাম মোস্তফা মনতলা এলাকায় অভিযান চালিয়ে ডাঃ হরিশকে গ্রেফতার করেন। সে বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দেবের ছেলে। তার বিরুদ্ধে বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে উপজেলা সদরে সোনাই নদীর জায়গা দখল করে বহুতল ভবন তৈরী করার অভিযোগ রয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, মারধোর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে নানাবিধ যড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সোমবার সকালে তাদের হবিগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ