বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবপুরে চালকে হাত-পা বেঁধে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ১

মো.হাসান ভূইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে চালকের হাত-পা বেধে, রাস্তার পাশে ফেলে রাখা চালকের সিএনজি অটোরিকশাটি ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ছিনতাইকারীর নাম কাইয়ুম হোসেন বাবু।

বুধবার ভোরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রসুলপুর গ্রামের নুরুল ইসলাম সুজন নোয়াপাড়া থেকে মঙ্গলবার রাতে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে তেলিয়াপাড়া যাচ্ছিলেন। পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের গোয়াসনগর ব্রীজে পৌঁছাতেই একদল দৃর্বৃত্ত নুরুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। পরে টহল পুলিশের নজরে এলে তাকে রাস্তা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় বুধবার ভোররাতে পরমানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ কাইয়ুমকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কাইয়ুম হোসেন বাবুকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ