
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাধবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মাধবপুর উপজেলা পরিষদের সামনে এ কর্মীসভা পালিত হয়।
মাধবপুর জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা আলা উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জামায়াতের আমীর হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ মহসিন আহমেদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।
কর্মীসভায় জামায়াতের ১১টি ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
আগামী সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের মাঠ পর্য়ায়ে কাজ করতে বক্তারা সবার প্রতি আহ্বান জানান।