
মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. ওয়াহেদ অলককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর সুরশেদ খানের নেতৃত্বে নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত অলক নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর মুরশেদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযান চলমান থাকবে।











