সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাভাবিপ্রবিতে ভাসানীর কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম ও এনসিপি নেতা-কর্মীরা

‎সমাপ্তী খান,‎ মাভাবিপ্রবি: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন।
‎সোমবার রাতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রাঙ্গণে অবস্থিত ভাসানীর মাজারে গিয়ে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
‎এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক ও মেহনতি মানুষের কণ্ঠস্বর। তিনি শুধু ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধেই নয়, পিন্ডি ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও সংগ্রাম করেছেন।”
‎তিনি আরও বলেন, “মাওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের অঙ্গীকার, তাঁর আদর্শই আমাদের পথপ্রদর্শক।”
‎এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলা সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, মাভাবিপ্রবি শিক্ষার্থী ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *