মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাভাবিপ্রবি ভিসির মায়ের মৃত্যুতে অনশন ভাঙলেন শিক্ষার্থী সাজু, আন্দোলন অব্যাহত

সমাপ্তী খান, মাভাবিপ্রবি: ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) প্রতিষ্ঠার দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি সাময়িকভাবে বিরতি দিয়েছেন অপরাধতত্ত্ব ও পুলিশবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু।

সোমবার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে তিনি আমরণ অনশন শুরু করেন। তার সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী প্রতীকী অনশনে অংশ নেন। মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত সাজুর অনশন চলছিল এবং তাকে স্যালাইন দেওয়া হচ্ছিল।

‎শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফার অন্যতম হলো দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ প্রতিষ্ঠা। এ লক্ষ্যে তারা গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিপত্র জমা দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও রিজেন্ট বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পরে ২ আগস্ট প্রশাসনের সঙ্গে বৈঠকে ১০ আগস্টের মধ্যে রিজেন্ট বোর্ডে প্রস্তাবটি পাস করার আহ্বান জানানো হয়। তবে নির্ধারিত সময়সীমা পার হলেও দাবিটি বাস্তবায়িত হয়নি।

মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের মা ইন্তেকাল করেছেন। মানবিক কারণে সাজু অনশন ভেঙে উপাচার্যের মায়ের জানাজায় যোগ দিতে যাচ্ছেন। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, অবস্থান কর্মসূচি আগামী শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে শনিবার থেকে পুনরায় আমরণ অনশন শুরু হবে।

‎‎অবস্থানস্থলে শিক্ষার্থীরা “ভাত নয়, আইন খাবো”, “তালা ভাঙছি, মাকসু আনবো”, “ইনকিলাব জিন্দাবাদ”সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যা প্রশাসনিক ভবন প্রাঙ্গণ মুখর করে তুলেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ