বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাভাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সমাপ্তী খান, ‎মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২০–২১ সেশনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী জুনায়েদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎শুক্রবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার সন্তোষ পুলিশ ফাঁড়ির বিপরীতে অবস্থিত একটি ছাত্রাবাস (মেস) থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
‎বিষয়টি নিশ্চিত করে মাভাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. ইমাম হোসেন জানান, “সিএসই বিভাগের চেয়ারম্যান বিষয়টি আমাকে জানালে আমি উপাচার্য মহোদয়কে নিয়ে ঘটনাস্থলে যাই। পরে কাগমারী পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে রুমের ভেতর থেকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য টাংগাইল সদর হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিকভাবে জানা গেছে, জুনায়েদ দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন।”
‎এ বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছাইফুল ইসলাম বলেন, “প্রক্টর ফোনে জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”
এদিকে জুনায়েদের রুম থেকে একটি নোট পাওয়া যায় যেখানে লেখা ছিলো- “World is a fine place and worth fighting for!!”
‎এদিকে জুনায়েদের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
‎বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তে সার্বিক সহায়তা দেওয়া হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ