বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন

শাহ্ জালাল সিকদার, মালদ্বীপ সংবাদদাতা: মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে ৫১তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।

শনিবার (২৬ মার্চ) জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে মালদ্বীপ আওয়ামী লীগ। এছাড়া মালদ্বীপের রাজধানী মালের শি বিল্ডিং অডিটোরিয়ামে সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মালদ্বীপ আওয়ামী লীগ।

অনুষ্ঠানে মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবরের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এম কে আর কামাল হোসেন ও মিজানুর রহমান আনিসের পরিচালনায় এই আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মালদ্বীপ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মীর সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন গ্লোবয়েল রিচ ট্রাভেলের চেয়ারম্যান সিআইপি সোহেল রানা, মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভিউ কনস্ট্রাকশনের চেয়ারম্যান দুলাল হোসেন। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মালদ্বীপ আওয়ামী লীগের সহ-সভাপতি ফাইজুর রহমান।

আলোচনা সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুজিবুর রহমান, ন্যাশনাল ব্যাংকের লোকাল ডাইরেক্টর হান্নান কবির, শাহ জালাল সিকদার, নূরে আলম রিন্টু, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন।

বক্তারা ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ চলাকালে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অপরিসীম ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে নিজ নিজ অবস্থান থেকে এক হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান করেন প্রধান অতিথি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য কাউসার আহমেদ জাকির হোসেন, হাদিউল ইসলাম মনির হোসেন, সিরাজুল ইসলাম আনন্দ, হাজী সাদেক হোসেন, নূরে আলম ভূঁইয়া, এনামুল হক জাকির, সালমান রাসেল, সোহেল রানাসহ অনুষ্ঠানে ব্যবসায়ী, চিকিৎসক, রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

যায়যায়কাল/২৭মার্চ২০২২/কেএম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ