মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: সন্দ্বীপের শিক্ষা, সমাজসেবা ও ক্রীড়ামূলক প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের মেধাবৃত্তির প্রস্তুতি সভা মঙ্গলবার বাদ মাগরিব গুপ্তছড়া বাজারস্থ ফাউন্ডেশনের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ’সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকন। সভায় বিগত এক যুগেরও বেশি সময়ব্যাপী মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন সন্দ্বীপের স্কুল ও মাদ্রাসার অষ্টম ও সমমানের শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর নভেম্বর মাসে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে এবং মোট পরীক্ষার্থীদের মধ্যে বিশ শতাংশ শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি হিসেবে নগদ টাকা, মূল্যবান বই, ক্রেস্ট ও সনদ প্রদান করে আসছে।
এর পৃষ্ঠপোষকতায় রয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ইউএস প্রবাসী বখতিয়ার উদ্দিন রানা, ইকবাল হায়দার ও মরহুম এ, ওয়াই, এম, ছায়েদুল হকের জ্যেষ্ঠ পুত্র মো. রেজাউল করিম প্রমুখ।
পরীক্ষার তারিখ ও স্থান নির্ধারণ, সিলেবাস, আবেদন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র শিক্ষার্থীদের কাছে দ্রুত পোঁছানো, প্রশ্নপত্র প্রণয়ন এবং অতীতের সুনাম অক্ষুন্ন রেখে পরীক্ষা পরিচালনার জন্যে উপ-কমিটি গঠন ইত্যাদি নিয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ মাঈনুদ্দীন, পাবলিক হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মাস্টার মো. মোস্তফা, জেবুন্নুর সুলতান উচ্চ বিদ্যালের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শামসুদ্দিন, পাবলিক হাইস্কুলের শিক্ষক মুহাম্মদ মাহবুবুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোস্তফা আল মোস্তাফিজ, মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক মুহাম্মদ শাহীন উদ্দিন, হাফেজ আল মামুন, সংগঠক ও সমাজসেবক সাজিদুল করিম তুহিন, আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।