বাবুল খাঁন, নিজস্ব প্রতিবেদক: বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজাকে নিয়ে ইসলামিক শিক্ষা কেন্দ্রের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি।
সোমবার দুপুরে শহরের গ্র্যান্ডভ্যালী হোটেলের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে ভয়েস অফ চট্টগ্রাম নামে একটি অনলাইন প্লাটফর্মে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজাকে নিয়ে জমি দখলের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদ জানান নেতারা।
তারা বলেন, একটি পক্ষ দলের সাধারণ সম্পাদককে দল থেকে মাইনাস করার চেষ্টা করছে। এ জন্য বাইরে থেকে ভাড়া করে এনে একটি ভুইফোঁড় অনলাইনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে দলের সাধারণ সম্পাদককে বিতর্কিত করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা অভিযোগ করে বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল যারা দলের দুঃসময়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা এখন দলের সুসময়ে ফায়দা লুটার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তারা আমাকে বিভিন্নভাবে বিতর্কিত করে দল থেকে মাইনাসের চেষ্টা করছেন।
এসময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি লুসাই মং মারমা, সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন তুষার, বিএনপি নেতা নুরুল ইসলাম, চনুমং মারমাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।