বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মিনিবাস হিউম্যান হলার চালক ও সহকারি ইউনিয়নের ৮দফার দাবিতে মানববন্ধন

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম বিআরটিএ অবৈধ গাড়ির অবৈধ ডকুমেন্ট নবায়ন, ইঞ্জিন, সিসি, সিলিন্ডার, যাত্রী আসন, চাকার সাইজ বর্ধিত, বানানো বডি ও পাঞ্চিং চেসিস পরিবর্তনসহ ৮ দফা দাবিতে আজ বুধবার সকালে চট্টগ্রাম বিআরটিএ অফিসের সামনে চট্টগ্রাম মিনিবাস হিউম্যান হলার চালক ও সহকারি ইউনিয়ন রেজি নং-২১৭০, আঞ্চলিক শাখা ১৪ নং রোড টেক্সটাইলের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০ টায় চট্টগ্রাম বিআরটিএ এর সামনে চট্টগ্রাম মিনিবাস হিউম্যান হলার চালক ও সহকারী ইউনিয়ন টেক্সটাইল শাখার সভাপতি মো.আলী হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক পুতু।

বিশিষ্ট শ্রমিক নেতা কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক পুতু প্রধান অতিথি হিসেবে বলেন,এইচ পাওয়ার (অটো টেম্পু) ১ সিলিন্ডার ১৫০ সিসি অবৈধভাবে চার সিলিন্ডার ১৩০০ সিসি, পুরাতন ইঞ্জিন স্থাপন করে যাত্রী আসন (পাঁচ) সংখ্যা পরিবর্তন করে ১১ আসনে উন্নীত করা, চাকার সাইজ পরিবর্তন ও বড়তাকিয়া/ডাকসু নামীয় বানানো বডি ও চেসিস পাঞ্চিং করে ফিটনেস নবায়ন করে অবৈধ এই ডকুমেন্ট, রেজিস্ট্রেশন নাম্বার প্লেট লাগিয়ে বিভিন্ন উপায়ে ১৪ নং হিউম্যান হলার রোড সহ বিভিন্ন রুটে চলাচল করার কারণে হিউম্যান হলার চালক মালিকগণ আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো আমাদের পেটে লাথি মারার মত কাজ করছে, যা কোনভাবেই সাধারণ চালকরা মেনে নিতে পারছে না। তাই, বিআরএটি কর্তৃপক্ষের নিকট আমাদের অনুরোধ এই অবৈধ এইচ পাওয়ার অটো টেম্পু গাড়িগুলোর রেজিস্ট্রেশন বাতিল করে, পূর্বের মতো আমাদের বৈধ গাড়ি চলাচলের সুব্যবস্থা করে দিবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মিনিবাস হিউম্যান হলার চালক ও সহকারী শ্রমিক ইউনিয়নের টেক্সটাইল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মো.নাজিম উদ্দিন, মালিক সমিতির সভাপতি মো.হারুনুর রশিদ, মো. আনোয়ার হোসেন মো. মিজানুর রহমান ও মো. কামরুল হাসান প্রমূখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *