বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক উপহার বিতরণ

রেদোয়ান হোসেন জনি, মিরসরাই: মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অনির্বাণ যুব ক্লাবের উদ্যোগে এবং সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেডের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত, সুবিধাবঞ্চিত, অসহায় ৭০ পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে মানবিক উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার করেরহাট বাজারস্থ পোস্ট অফিস রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংক চত্বরে এসব মানবিক উপহার বিতরণ করা হয়।

অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে মানবিক উপহার বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী আলমগীর হোসেন, রাজনীতিবিদ ও সমাজকর্মী কামাল উদ্দিন, আসাদ উল্যাহ, জহির উদ্দিন, সমাজসেবক মোতাহের হোসেন রাসেল, প্রজন্মের ভাবনা করেরহাট’র এডমিন দীন মোহাম্মদ দিলু, অনির্বাণ যুব ক্লাবের পৃষ্ঠপোষক রফিকুল ইসলাম।

এছাড়াও মানবিক উপহার বিতরণের সময় সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য, সাধারণ সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন বলেন, ২০১৯ সালের ১ জানুয়ারি উক্ত সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে। বিশেষ করে করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণ ছাড়াও গরিবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ প্রদান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাদক বিরোধী কর্মসূচি, জাতীয় দিবস পালন, জাতীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহণ ও ক্রীড়া টুর্নামেন্টের আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে আসছে।

২০২৩ সালের ৩০ নভেম্বর তারিখে অনির্বাণ যুব ক্লাব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর নিবন্ধনপ্রাপ্ত হয়। যার নিবন্ধন নম্বর-চট্ট- ১২২/২৩।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ