বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিরসরাই আসনে নির্বাচনে করতে চান সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার

রেদোয়ান হোসেন জনি, মিরসরাই: চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য হিসেবে লড়তে চান সাবেক এমপি পুত্র এমদাদ খন্দকার। তিনি বিএনপি থেকে দুইবার নির্বাচিত সাবেক এমপি মরহুম ওবায়দুল হক খন্দকারের মেজ সন্তান।

ওবায়দুল হক খন্দকার একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

স্থানীয়রা জানান, মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের বাসিন্দা এমদাদ খন্দকার দীর্ঘসময় আমেরিকায় চাকুরিজনিত কারণে অবস্থান করলেও রাজনৈতিক পরিবারে বেড়ে উঠার ফলে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং যখনি সুযোগ পান দেশের মাটিতে ছুটে এসে মিরসরাইয়ের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের খোঁজখবর নেন।

এছাড়া তিনি চট্টগ্রাম ও রাজধানী ঢাকার সিনিয়র রাজনীতিবিদদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন।

স্থানীয়রা আরো জানান, আমরা বিশ্বাস করি এমদাদ খন্দকার তার পিতা মরহুম ওবায়দুল হক খন্দকারের মতো মিরসরাইয়ে চাঁদাবাজি, মাদক, ঘুষ, দুর্নীতি, দলীয় কোন্দল থেকে মুক্ত করতে সক্ষম হবেন। আমরা আশা করি দল এমদাদ খন্দকারের মতো একজন ক্লিন ইমেজের ব্যক্তিকে মিরসরাইবাসীর সেবা করার সুযোগ করে দিবেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এমদাদ খন্দকার জানান, আমার পিতা বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকারের জীবদ্দশায় ইচ্ছে ছিল আমি যেন রাজনীতিতে জড়িত হই। পড়াশোনা ও চাকরি জীবনের জন্য তখন অঙ্গাঅঙ্গীভাবে রাজনীতিতে জড়িত না থাকলেও হৃদয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। দল যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী তাহলে আমি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে লড়বো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ