সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রেদোয়ান হোসেন জনি, মিরসরাই: মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার বিকেলে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নস্থ সুফিয়া রোডের খান সুপার মার্কেটে অবস্থিত সংস্থার কার্যালয়ে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সংস্থার সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিশালের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব ও করেরহাট মাদ্রাসা’র সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আলম তৌহিদী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন পত্রিকার মিরসরাই প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, দৈনিক পূর্বদেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও সংস্থার উপদেষ্টা এম. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভূঁইয়া, হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, প্রজন্ম মিরসরাই’র সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, মীরসরাই স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোস্তাঈন বিল্লাহ, আদর্শ গ্রাম শেখটোলার সাধারণ সম্পাদক জামসেদ আলম চৌধুরী তপু, রক্তের বন্ধনে মিরসরাইর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থা’র সাবেক উপদেষ্টা আনোয়ার হোসেন, চাইল্ড কেয়ার বাংলাদেশ’র মোঃ আবির। এছাড়াও সমাজ কল্যাণ যুব সংস্থা’র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অর্থ সম্পাদক তারেক হোসেন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন ভুইঁয়া, যুব,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন হৃদয়, সংস্থা’র সম্মানিত সদস্য ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মিরসরাই প্রতিনিধি আকতার হোসেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন তারেক হোসেন, ইসলামি সংগীত পরিবেশন করেন ইকবাল হোসেন হৃদয়, স্বাগত বক্তব্য রাখেন হারুনর রশীদ।

সংস্থার সদস্যরা আগত অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং এসময় সংস্থার বিভিন্ন সামাজিক, মানবিক কাজের জন্য উৎসাহ ও প্রশংসা স্বরূপ শুভেচ্ছা স্মারক প্রদান করে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা ‘চাইল্ড কেয়ার বাংলাদেশ’।

সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম ও সার্বিক বিষয় তুলে ধরার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান সংস্থার সভাপতি সালাউদ্দিন চৌধুরী। উক্ত অনুষ্ঠানে ১৫টি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সংবাদকর্মী, সংস্থার উপদেষ্টা, পৃষ্ঠপোষক, কার্যকরী সদস্য, সাধারণ সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *