শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: সরকারের সাফল্য নিয়ে মঙ্গলবার সকালে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার।

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) ’র আওতায় ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বারইল গ্রামে  মঙ্গলবার সকালে বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন  ২০৪১ প্রচার উপলক্ষে ওই উন্মুক্ত বৈঠকের আযোজন করে জেলা তথ্য অফিস। উঠান বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংংলাদেশ গড়ে তোলা,  প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ  এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ তুলে ধরা হয়।

অপপ্রচার, ইভটিজিং , গুজব, সাম্প্রদায়িকতা, বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে জেলা তথ্য অফিস জেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা সাধারণ মানুষকে সচেতন করতে জনসমাগম এলাকায় সচেতনতামূলক উঠান বৈঠক  করছে। জেলা তথ্য অফিস বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায়  মঙ্গলবার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের বারইল গ্রামে উন্মুক্ত উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ। বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মসূিচ তুলে ধরে বক্তব্য রাখেন মামুদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রুনা লাইলা,  মামুদপুর ইউপি সদস্য উকিল উদ্দিন প্রমূখ ।  এলাকার নারী, পুরুষসহ শিশুরা ওই উঠান বৈঠকে  অংশগ্রহণ করেন।  

প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০৪১ উঠান বৈঠকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এ ছাড়াও বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ)’র আওতায়  মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, বাল্যবিয়ে, করোনা ভাইরাসের টিকা গ্রহণ  করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলার প্রত্যন্ত অঞ্চলে  জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইক যোগে বিশেষ প্রচারনা ও  ভিডিও চিত্র প্রদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান,  জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ