শনিবার, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মুরাদনগররে নিখোঁজ সেই বিজিবি সদস্যের দাফন সম্পন্ন

মো. সাখাওয়াত হোসেন, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগরে হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালবাসায় নিজ গ্রামে সমাহিত হলেন কক্সবাজারের টেকনাফ সমুদ্রে নিখোঁজ হয়ে যাওয়া সেই বিজিবি সদস্য সিপাহী মো. বিল্লাল হাসান।

গত সোমবার সকাল ১১টায় বিজিবির প্রচলিত রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গ্রামের বাড়িতে লাশ পৌঁছানোর পর তাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই তার বাড়িতে হাজারো মানুষের ঢল নামে। সিপাহী মো. বিল্লাল হাসান মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের বজলুর রহমানের ছেলে।

উল্লেখ্য, শুক্রবার (২১ মার্চ) গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে যাওয়ায় উদ্ধার অভিযানে যায় বিজিবি। এ সময় নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার করা হলেও উদ্ধার করতে গিয়ে বিজিবির সদস্য সিপাহী মো. বিল্লাল হাসানহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ হন। রবিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর এলাকা বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা বিজিবি সদস্য সিপাহী মো. বিল্লাল হাসান এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সেপাই হিসেবে কর্মরত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ