বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মুরাদনগরে বিশ্বজয়ী তিন কোরআনে হাফেজকে সংবর্ধনা

শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে বিশ্বজয়ী কোরআনে হাফেজদের সংবর্ধনা দিয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন বিশ্বজয়ী তিন কোরআনে হাফেজকে নগদ দেড় লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া জাহাপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ স‌ওকত আহমেদের পক্ষ থেকে আরো নগদ ৫০ হাজার টাকা হাফেজদের তুলে দেওয়া হয়।

সংবর্ধিত হাফেজরা হলেন- বিশ্বজয়ী হাফেজদের ওস্তাদ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারী শায়েখ নেসার আহমদ আন নাছিরী, কুয়েতে অনুষ্ঠিত ১১৭টি দেশের মধ্যে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মোঃ আবু রাহাত, বাহারাইন, কুয়েত ও জর্দানে অনুষ্ঠিত ৯০টি দেশের মধ্যে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মোঃ সাইফুর রহমান ত্বকী, দুবাই অনুষ্ঠিত ১০৩টি দেশের মধ্যে বিশ্বজয়ী হাফেজ ক্বারী মোঃ তরিকুল ইসলাম।

ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভুঞা জনী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মুফতী বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা মুফতী আমজাদ হোসেন, সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি মুফতী মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল।

মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান ও মুফতী মানসুর কবিরের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারওয়ার চিনু, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি মোঃ জাকির হোসেন, আবু মুছা আল কবির, প্রকৌশলী সওকত আহমেদ, মোঃ ইকবাল বাহার, গোলাম কিবরিয়া খোকন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা হাফেজ বাশারত ভুইয়া ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ লোকমান প্রমুখ। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ