জগন্নাথ সাহা, চাঁপাইনবাবগঞ্জ : স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁন।
এ কে এম গালিভ খাঁন ব্যক্তিগত জীবনে ২০১২ সাল থেকে স্কাউটিং এ যুক্ত হন। প্রশাসনিক কার্যক্রমের পরেও তিনি নিয়মিতই সময় দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে স্কাউটিং কার্যক্রম এগিয়ে নিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় শতভাগ স্কাউট দল রেজিস্ট্রেশন ও সকল বিদ্যালয়ে স্কাউট ইউনিফরমসহ কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয় তাঁরই পৃষ্ঠপোষকতায়।
বরাবরই স্কাউট আন্দোলনে দক্ষ সংগঠকের ভূমিকায় ছিলেন বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁন।
স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জের সম্পাদক গোলাম রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জে স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ চাঁপাইনবাবগঞ্জের সন্মানিত জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁনকে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে বাংলাদেশ স্কাউট। ৫২ তম জাতীয় কাউন্সিলের সাধারন সভায় সন্মান সূচক বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।