বৃহস্পতিবার, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মেয়ের জামাইয়ের লোহার রডের আঘাতে প্রাণ গেল শাশুড়ির

মিজানুর রহমান: চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে খুনের অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।

রবিবার সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামের পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জামাই হেলাল উদ্দিন মানিক পলাতক রয়েছেন।

নিহত রশিদা বেগম ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী ও অভিযুক্ত হেলাল উদ্দিন মানিক একই এলাকার ফরিদুল ইসলামের ছেলে।

বিয়ের পর থেকেই হেলাল উদ্দিন মানিকের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। স্বামী-স্ত্রী দুইজনেরই বাড়ি একই এলাকায় হওয়ায় তাদের ঝগড়ায় জড়িয়ে পড়তেন মানিকের শাশুড়ি। রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী চলে যান কর্মস্থল পোশাক কারখানায়। এরপর মেয়ে জামাইয়ের সঙ্গে শাশুড়ির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মানিক তার শাশুড়িকে লোহার রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে মেয়ে জামাই হেলাল উদ্দিন মানিক পলাতক রয়েছেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ