
জাহিদ মাহমুদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাংনী উপজেলা শহরের একটি মিছিল বের করা হয়। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা।এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা শহিদুল ইসলাম নাসির,বিএনপি নেতা আব্দাল হক,ছাত্রনেতা গোলাম কাইছার,নাজমুল ইসলাম প্রমুখ।