ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র ৭৩তম জন্মদিন পালন করেছে জেলা ছাত্রলীগ।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এর উদ্যোগে এই জন্মদিন পালন করা হয়।
এ সময় জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিনি দেশের অগ্রগতিতে কাজ করতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের জন্য দোয়া কামনা করেন। পরে পাঁচ শতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন উবায়দুল মোকতাদির চৌধুরী। শীতবস্ত্র বিতরণ শেষে জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকের দিনে আমি চাইবো সারা দেশের ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ-সহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।