
মো. ইউসুফ মিয়া, স্টাফ রিপোটার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সালেহা ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ৮ ধারার অপরাধে ১৩ ধারায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫ হাজার টাকা।
একই অভিযানে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন দিয়ে সহায়তা করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমীন।
স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা খাতে শৃঙ্খলা ফেরাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।