সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মোড়েলগঞ্জে মাছের ঘেরে হামলা-লুটপাট, নারীসহ আহত ৪

রুহুল আমিন বাবু, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জের বারোইখালী ইউনিয়নের বাসান্ডা গ্রামে এক প্রতিবন্ধীর মাছের ঘের দখলকে কেন্দ্রকরে লুটকারীদের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বাসান্ডা গ্রামের রিয়াজুল বয়াতীর স্ত্রী লীলা বেগম (৪২), প্রতিবন্ধী জাকির বয়াতীর স্ত্রী শিউলি বেগম (৩৫), জাকির বয়াতীর মেয়ে সাথী আক্তার(১৪), জাকির বয়াতীর ছেলে সাগর বয়াতী(১৯)। তাদেরকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিউলি বেগম জানান, একই এলাকার শাহাদাত সওদাগর এর ছেলে আলতাফ সওদাগর, আহম্মদ সওদাগরের ছেলে সুমন সওদাগর ও রুমন সওদাগর, মোস্তফা সওদাগরের ছেলে নাঈম সওদাগর সহ ৩০/৪০ জননের একদল সন্ত্রাসী আমাদের বাড়ির পাশে ঘের দখল করে। এ সময় আমরা বাধা দিতে গেলে আমাদেরকে লুটকারীরা বাঁশের লাঠি, লোহার রড, রাম দা, শরকী দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তারা আমাদের ঘের দখল করে। আমাদের ঘেরে থাকা মাছ লুটপাট করেছে।

এবিষয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সামসুউদ্দিন জানান, ঘের দখলের বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *