সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহনপুরে ওয়ার্ড আ.লীগ সভাপতি আটক, অপর সভাপতিকে জনতার গণধোলাই

আবুল হাশেম, রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদ (ইউপি)র ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আহাদ আলীকে তার নিজ বাসা ধুরইল পশ্চিমপাড়া থেকে আটক করা হয়। একইদিনে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলী হোসেনকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহাদ আলী নামে একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে আটক করা হয়েছে। অপরদিকে আলী হোসেন নামে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে জনতা আটকিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ আলী হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেহেতু সে এজাহারনামীয় আসামি নয় সেকারণে তাকে আটক করা হয়নি।

এদিকে, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলী হোসেন ওরফে আলী কসাই ধুরইল বাজারে এসে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে মিটিং করার সময় বৈষম্যবিরোধী আন্দোলন ও বিএনপি নেতা কর্মীদের নিয়ে আজেবাজে মন্তব্য করেন। এসময় স্থানীয় জনতা কসাই আলীকে আটকিয়ে থানা পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘর ভাংচুর, ভোট কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে। এছাড়াও সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনকে সহায়তা ও পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি আওয়ামীলীগ সাধারন সম্পাদক নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন এর নির্বাচনে বিরোধী মতের লোকজনকে দমনপীড়ন, মারধোর, ভোটের পর জোর করে অন্যের হক দখলীয় প্রায় ১৩ বিঘা জমি দখলেরও অভিযোগ রয়েছে।

সবশেষ ৫ আগষ্ট দেলোয়ার হোসেন চেয়ারম্যান এর সাথে ৭০/৮০ টি মোটরসাইকেল যোগে উপজেলা বিএনপির পার্টি অফিসসহ জামায়াত বিএনপি’র নেতা কর্মীদের বিভিন্ন দোকানপাটে অগ্নি সংযোগ লুট করার অভিযোগ রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ