শাহিনুর রহমান, (মোহনপুর ) রাজশাহী: রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারে প্রতিপাদ্য বিষয় ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’।
দিবসটি উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুবতীদের মাঝে সনদপত্র, যুব ঋণের চেক বিতরণ করা হয়। যুব প্রশিক্ষণপ্রাপ্ত দুজনকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়াও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
আলোচনা সভায় মোহনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহা. সঈদ আলী রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, সাধারণ সম্পাদক রাসেল সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল হক রিফাত, মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, সাধারণ সম্পাদক শাহিন সাগর, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রতন কুমার, সাধারণ সম্পাদক মুক্তাকিম আলম সেহেল, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন যুব উন্নয়ন সমিতির সদস্যরা।