মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহনপুরে বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচার, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শাহিনুর রহমান, (মোহনপুর) রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ অক্টোবর পটল খেত থেকে এক যুবকের লাশ উদ্ধার নিয়ে উপজেলায় জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিনকে জড়িয়ে অপপ্রচার করা হয়।

এরই প্রতিবাদে সোমবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে হতে বিক্ষোভ মিছিল শেষে থানার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ।

সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব বাচ্চু রহমান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, শামসুজ্জোহা শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুবনেতা মির্জা শওকত,ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক।

আরও উপস্থিত ছিলেন কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব জাকারিয়া মন্ডল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, মিজানুর রহমান মিলন, যুব নেতা আব্দুর রহিম,, যুব নেতা নাহিদ পারভেজ হিমু, ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন,সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, আব্দুল মালেক,আনছার আলী,রুস্তম আলী, রেজাউল ইসলাম, নুরে আলম সিদ্দিকী মুকুল, ইউনুস আলী, আল-আমীন, উজ্জ্বল হোসেন, জিল্লুর রহমান, তাজউদ্দীন আহম্মেদসহ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ