
মো. আলমগীর হোসেন, মৌলভীবাজার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপি রোজাদার পথচারী ও শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালু করেছে।
মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার শহরের কুসুমবাগ পয়েন্টে পাঁচ শতাধিক ইফতার প্যাকেট বিতরণ করা হয়। প্যাকেটে আখনি, ছোলা, খেজুর, আলুর চপ, পিয়াজু ও ছোট একটি পানির বোতল ছিল।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। এছাড়াও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, তারেক রহমানের আহ্বানে ২০ রমজান পর্যন্ত প্রতিদিন নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হবে।