
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার দুপুরে চাটখিল ও সোনাইমুড়ীতে বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্ত করা হয়। দুই উপজেলায় সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
চাটখিল পৌর শহরে উপজেলা মৎস্য অফিসের সামনে থেকে র্যালি বের হয়ে পৌর শহরে প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় মৎস্য চাষিরা সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে সোনাইমুড়ীতে একই ভাবে বর্ণাঢ্য মৎস্য র্যালি বের হয়ে সোনাইমুড়ী পৌর শহর প্রদিক্ষণ করে। র্যালি শেষে সোনাইমুড়ী উপজেলা সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সুফি আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী অফিসার নাসরিন আক্তার। সভায় মৎস্য চাষিরা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।