
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরের কুমারশীল মোড় যমুনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম রিপন ও নার্স সুমি আক্তারের অনৈতিক কর্মকাণ্ড সাংবাদিকরা জেনে ফেলায় দৈনিক স্বাধীন বাংলা স্টাফ রিপোর্টার হালিমা খানমকে হত্যার হুমকি দেওয়ায় ও বিভিন্ন মাধ্যমে মানহানি করায় তাদের দুজনের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, ১নং বিবাদী সুমি আক্তারের সাথে গত এক বছর আগে সাবলেট রুমমেট হিসেবে ভাড়া বাসায় থেকে পরিচিত হয়। অপরদিকে ১ নং বিবাদী ২ নং বিবাদীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হন, তার সুবাদে অভিযোগকারী হালিমা খানমের অজান্তে বিভিন্ন সময় যমুনা হসপিটালের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম রিপন ও সুমি আক্তারের সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য মাঝে মধ্যেই বাসায় আসা-যাওয়া করতো। তৎসময় বিষয়টি অভিযোগকারী হালিমা খানম ও পার্শ্ববর্তী প্রতিবেশীদের দৃষ্টিকটু হলে উক্ত বাসা ছেড়ে হালিমা খানম চলে আসে। পরবর্তীতে সাইফুল ইসলাম রিপন ও সুমি আক্তারের কিছু আপত্তিকর ছবি, অন্য গণমাধ্যম কর্মীদের হাতে গেলে তাতে আক্রোশে যমুনা হসপিটালের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম রিপন গত ৩ এপ্রিল রাত ৯ টা ১৬ মিনিটে তার মোবাইল থেকে হালিমা খানম কে হুমকি-ধামকি প্রদান করেন এবং হালিমা খানমের বিরুদ্ধে সামাজিকভাবে বিভিন্ন মানহানিকার বক্তব্য প্রদান করে আসছে। তারই পরিপ্রেক্ষিতে হালিমা খানম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।
খোঁজ নিয়ে জানা যায়, সুমি আক্তার সরাইল উপজেলার বাড়িউড়া উত্তরপাড়া ফরিদ মিয়ার মেয়ে ও সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ পূর্বপাড়া শমসের মিয়ার ছেলে মুক্তার হোসেনের স্ত্রী। সংসার জীবনে সুমি আক্তার দুই সন্তানের জননী । বিগত সাত বছর আগে মুক্তার হোসেন স্বাস্থ্যগত সমস্যায় স্ট্রোক করে মারা যায়। পরবর্তীতে সুমি আক্তার ব্রাহ্মণবাড়িয়া শহরে এসে জীবিকার তাগিদে হাসপাতালে নার্সের চাকরিতে যোগ দেন। চাকরির বেতনে তার বিলাসে জীবন চলাচলে ব্যাহত হওয়ায় সে অনৈতিক কাজে লিপ্ত হয়।
অন্যদিকে যমুনা হসপিটালের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম রিপনের খোঁজখবর নিয়ে জানা যায়, যমুনা হসপিটালের এমডি জুলফিকার আলীর আপন ভাইরাভাই রিপন৷ সেই সুবাদে যমুনা হসপিটালে তার বিস্তর প্রভাব তৎসময়ে সুমি আক্তার যমুনা হসপিটালের চাকরিরত অবস্থা থাকাকালীন তার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। সাইফুল ইসলাম রিপনের বিজয়নগর উপজেলা বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের সন্তান।
এ বিষয়ে যমুনা হসপিটাল মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম রিপনের বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
তবে এবিষয়ে সুমি আক্তারের বক্তব্য জানতে চাইলে, নিজের অপকর্মের কথা না স্বীকার করে, প্রশ্ন এড়িয়ে যান।
অভিযোগের বিষয় তদন্ত কর্মকর্তা এস আই হুমায়ুন কবীর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।