খাঁন মো. আ. মজিদ
যশোরের বাদশা তুমি
আমি যে গোনাহগার তোমার ॥
সালাম জানাই নত শিরে ॥
গরীবশাহ্ আউলিয়া (২)
যে ফুল ফুটাইলে যশোরেতে
সেই খুশবুতে পাগল হয়ে ॥
পাগল ফকির রাস্তায় ঘুরে
হায় গরীবশাহ্ বলিয়া (২)
খানজাহানের দিদার পাইয়া
যেওনা মোদের ভুলিয়া
থাকিযে কাঙ্গাল হইয়া ॥
মজিদ পাগলা যায় বলিয়া
অন্ধ হইলাম ভবে আসিয়া
অবেলায় নিও বাবা ॥
তোমারে নায়ে তুলিয়া (২)